Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ২০:২৪
আপডেট :
মাগুরায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
মাগুরায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে বাসের ঢাক্কায় ইকলাস হোসেন নামে এক ফার্নিচার ব্যবসায়ী ও মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামে দেয়াল চাপা পড়ে সবুজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা পিটিআইয়ের সামনে যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ইকলাস হোসেনের মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা সদর  উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি কালের কণ্ঠ পত্রিকার রেফারেন্স এডিটর সজিবের বড় ভাই।

অন্যদিকে, একইদিন বিকেলে মহম্মদপুরের ফরসিয়া গ্রামে নিজ বাড়ির দেয়াল চাপা পড়ে সবুজ নামে ১২ বছরের একটি শিশু গুরুতর আহত হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার নির্মল কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/ ০১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow