Bangladesh Pratidin

প্রকাশ : ২ জুলাই, ২০১৬ ১৭:৪৫
আপডেট :
হাতিয়ায় ফিশিং বোট ডুবির ঘটনায় ২ জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১
নোয়াখালী প্রতিনিধি:
হাতিয়ায় ফিশিং বোট ডুবির ঘটনায় ২ জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ফিশিং বোট ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মধ্যে আরিফ (২৫) ও আলা উদ্দিন (২৮) নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাসুদ (২৬) নামের অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে।

শনিবার দুপুরে হাতিয়ার ঠেঙ্গারচর সংলগ্ন মেঘনা নদী থেকে ওই দুই জেলের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত জেলে আরিফ ও আলা উদ্দিন এবং এখনো পর্যন্ত নিখোঁজ মাসুদ সবাই দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক জানান, গত বুধবার সকালে হাতিয়ার রয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে এমভি পারভীন নামের একটি ফিশিং বোট নিয়ে ১৬ জন জেলে ও মাঝি-মাল্লাসহ মেঘনা নদীতে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে বোটটি ঠেঙ্গার চর সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এরমধ্যে ১৩ জন নিরাপদে তীরে ওঠে আসেলও অপর তিনজন নিখোঁজ থাকে।

পরে শনিবার নিখোঁজ হওয়া তিন জেলে ও ফিশিং বোটের সন্ধানে উদ্ধার অভিযান চালায় সহযোগী জেলে ও স্থানীয় লোকজন। একসময় ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বোটটি উদ্ধার করে তীরে নিয়ে এসে বোটের ভিতর থেকে আরিফ ও আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। তবে মাসুদ নামে অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে।

বিডি-প্রতিদিন/ ০২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow