Bangladesh Pratidin

প্রকাশ : ৩ জুলাই, ২০১৬ ১৭:৫৫
আপডেট :
রৌমারীতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

রৌমারী-রাজীবপুর-জামালপুর (রৌমারী-ঢাকা রুট) সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুন প্রজন্ম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রৌমারী সদর নবাগত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সালু, তরুন প্রজন্মের সংগঠক খালিদ বিন বকুল, সাঈদ কাকন, রাতুল মিয়া, রাসেল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঘটছে একের পর এক দুর্ঘটনা। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সুরাহা হয়নি। তারা রৌমারীর বেহাল ওই সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow