Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৩ জুলাই, ২০১৬ ২৩:৫৩
আপডেট :
নাটোরে নির্মানাধীন ব্রীজের গার্ডার ভেঙ্গে আহত ৮
নাটোর প্রতিনিধি:
নাটোরে নির্মানাধীন ব্রীজের গার্ডার ভেঙ্গে আহত ৮

নাটোরের নলডাঙ্গায় নদীর উপর নির্মানাধীন একটি ব্রীজের গার্ডার ধসে আটজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলা খাজুরা ইউনিয়ন পরিষদের পিছনে আত্রাই নদীর উপর নির্মানাধীন ব্রীজে ঢালাই কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিক সর্দ্দার বিশ্বনাথ দাস ও স্থানীয়রা জানান, আত্রাই নদীর উপর নির্মানাধীন ব্রীজে ৫৫ জন শ্রমিক কাজ করছিল। সন্ধ্যা ৬টার দিকে ব্রীজের ৩টি গার্ডার ধসে পরে । এতে কর্মরত শ্রমিক সেন্টু (৪০) ,বাসু (৩৫),গোপেন (৩৩),সুবোল (৩০),মহাদেব (৩৯),মনা (৩৫) সহ আটজন শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর মহাদেব ও মনাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow