Bangladesh Pratidin

প্রকাশ : ৫ জুলাই, ২০১৬ ২০:১৩
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ২০:১৪
মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, শিশু নিখোঁজ

বরিশালের মুলাদী উপজলার নাজিরপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে মো. বায়েজিদ (৭) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালে দুর্ঘটনায় নিখোঁজ বায়েজিদ উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের মৃত সেলিম হাওলাদার ও রিনা বেগম দম্পত্তির ছেলে।

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, রিনা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ছেলে বায়জিদকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। ঈদ উদযাপন করতে ছেলেকে নিয়ে এমভি রেডসান-৪ লঞ্চে ঢাকা থেকে সকালে নাজিরপুরে আসেন রিনা। লঞ্চ থেকে নেমে ১০-১২ জন যাত্রীদের সঙ্গে তারাও একটি ট্রলারে উঠেন। যাত্রী নামিয়ে ছেড়ে যাওয়ার সময় এমভি রেডসান-৪ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে লঞ্চ থামিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও শিশু বায়েজিদ নিখোঁজ হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আড়িয়াল খাঁ নদীতে বায়জিদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে। তবে বিকেল ৩ টা পর্যন্ত শিশু বায়েজিদের কোন সন্ধান পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৬/সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow