সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের চারটি উপজেলার ৩০ গ্রামের মানুষ আজ ঈদ-উল ফিতর উদযাপন করছেন।
জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামে। এই জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এসব গ্রামের অধিকাংশ মানুষই হযরত সুরেশ্বরী (রা.) অনুসারী বলে জানা গেছে।
সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় আজ ওই সব দেশে ঈল-উল ফিতর উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারী মাদারীপুরের ধর্মপ্রাণ মুসলমান ঈদ-উল ফিতর উদযাপন করছেন।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/হিমেল-০৪