Bangladesh Pratidin

প্রকাশ : ৭ জুলাই, ২০১৬ ১৬:১৩ অনলাইন ভার্সন
দিনাজপুর বড় মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত
রিয়াজুল ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর বড় মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত

দিনাজপুরের ঈদের প্রধান জামায়াত গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ মাঠে ৩০ হাজারের অধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এ মাঠে ইমামতি করেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ শামসুল হক কাসেমী।

এ মাঠে নামাজ আদায় করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি, হাবিপ্রবির ভিসি রুহুল আমিন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সকাল সাড়ে ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে শহরের বাইরে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ ও নশিপুর ঈদগাহ মাঠে। এ ছাড়াও দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, পশ্চিম বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, সুইহারী ঈধগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ঈদগাহবস্তি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, শিকদারগঞ্জ ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উপজেলা গুলিতে শান্তিপূর্ণ ভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

নামাজ শেষে প্রতিটি জামায়াতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উন্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি প্রতিদিন/৭ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow