Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ঢাকা, বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ৯ জুলাই, ২০১৬ ০৮:৩০ অনলাইন ভার্সন
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ০৮:৪৯
সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন।

শুক্রবার মধ্যরাতে মহাসড়কের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাস ও ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

‘আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ’

এসআই এনামুল জানান, দুর্ঘটনার পরপর মহাসড়কে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

পুলিশের উদ্ধার অভিযান শেষে মহাসড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

up-arrow