Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুলাই, ২০১৬ ১৭:০২
আপডেট :
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর ও ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সুলতানপুর সীমান্তের ঝাঝাডাঙ্গায় এবং বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঠাকুরপুর সীমান্তের চাকুলিয়ায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার ফোরকান আলী ও ঠাকুরপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ।

অন্যদিকে ভারতের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই জগেন্দর সিং ও মালুয়াপাড়া ক্যাম্প কমান্ডার এসি এসকে পাল।

বিজিবি পরিচালক আরো জানান, বৈঠকে নারী-শিশু পাচার বন্ধ করা, উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।

বিডি-প্রতিদিন/ ১১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow