Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুলাই, ২০১৬ ১৭:১৪
আপডেট :
মহেশপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:
মহেশপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদা গ্রামে ৮মাসের অন্তসত্তা গৃহবধূ মুন্নি খাতুন(২৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী নাজিম উদ্দীন ও শ্বশুর আশরাফ আলী পলাতক রয়েছে।

এলাকাবাসী ও নিহত পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তার স্বামীর পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে।

জানা গেছে, গত দেড় বছর পূর্বে জেলার মহেশপুর উপজেলার নওদা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজিম উদ্দীনের সাথে কালিগঞ্জ উপজেলার মতনপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে মুন্নি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর প্রায় নির্যাতন করে আসছিলেন। এরই জের ধরে সোমবার রাতে ৮ মাসের অন্তসত্তা মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

এবিষয়ে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যার বিষয়ে আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/ ১১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow