Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুলাই, ২০১৬ ২০:২১
আপডেট :
সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
অনলাইন ডেস্ক
সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিদুল হাসান (২৭) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মহিদুলের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সে আমার ঢাকার ডেমরার বাসায় বেড়াতে আসে। সেখান থেকে হাইকোর্টে ডিউটি করতে যাচ্ছিলো। পথে দুর্ঘটনার কবলে পড়ে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল করেলজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক মহিদুলকে মৃত ঘোষণা করেন।

‍বাসসহ ঘাতক চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই জসিম উদ্দিন।

বিডি-প্রতিদিন/ ১১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow