Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ১৯:৪০
আপডেট :
বাড়ি ফিরতে চায় বাক প্রতিবন্ধী স্মৃতি
কুমিল্লা প্রতিনিধি:
বাড়ি ফিরতে চায় বাক প্রতিবন্ধী স্মৃতি

কুমিল্লা নগরীর দৌলতপুরে স্মৃতি নামের এক বাক প্রতিবন্ধী মেয়ে পাওয়া গেছে। মেয়েটি বর্তমানে কুমিল্লা নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে রয়েছে।

জেলা সমাজসেবা  কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মোর্শেদ জানান, গত ৯ জুলাই ১২ বছর বয়সের স্মৃতিকে নগরীর দৌলতপুর এলাকায় পেয়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তার ঠিকানা জানতে চায়। পরে সেই প্রতিবন্ধী কোন ঠিকানা বলতে না পারায় তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দিয়ে যান নিজাম।

এরপর খবর পেয়ে সমাজ সেবার এক কর্মকর্তা থানায় জিডি করে ওই দিন মেয়েটিকে সংরাইশ সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হেলেনা নূরের নিকট হস্তান্তর করেন। তিনি আরও বলেন, স্মৃতি শুধু তার নাম লিখতে পারে। ঠিকানা লিখতে পারে না। সে আকারে-ইঙ্গিতে বাড়ি ফিরতে চায় বলে জানিয়েছে।


বিডি প্রতিদিন/১২ জুলাই ২০১৬/হিমেল-১৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow