Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৫:১৫
আপডেট :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে অটোরিকশার চাপায় মাসুম বিল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।  

নিহত মাসুম সেখানকার প্রাইভেট কার চালক ফিরোজ হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, বাসার সামনে খেলা করার সময় অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সৈয়দপুর ১শ' শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইসলাম।  


বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow