Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৬:৩৪
আপডেট :
নেত্রকোনায় ট্রাক উল্টে যান চলাচল বন্ধ
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

নেত্রকোনা কলমাকন্দা সড়কের হীরাকান্দা নামক স্থানে অতিরিক্ত পন্যবোঝাই ট্রাক উল্টে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার সকালে ধান বোঝাই ট্রাকটি দূর্গাপুর থেকে কলমাকান্দা হয়ে ঢাকার উদ্যেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দূর্গাপুর-শ্যামগঞ্জের সড়কটি পরিত্যাক্ত হয়ে যাওয়ায় সকল ট্রাক বাস কলমাকান্দা দিয়ে যায়। ফলে এই সড়কটিও প্রায় মাস খানেক ধরে নষ্ট হওয়ার পথে। জাফরুল্লাহ চৌধুরীসহ আরো অনেকে ক্ষোভের সাথে জানান, আমাদের এ সমস্থ দূর্ভোগ দেখার কেউ নেই। সকাল থেকে শত শত যান আটকে আছে। এলাকাবাসী পড়েছে বিপাকে। জরুরি কোন কাজ হলে কেউ যেতে পারছেন না।

এদিন সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ট্রাক, বাস আটকা থাকে হীরাকান্দা এলাকায়। এদিকে কলমাকান্দা এবং দূর্গাপুর থেকে অভারলোডেড ট্রাকগুলোকে এক শ্রেণির অস্বাধু শ্রমিক নেতা উৎকোচের বিনিময়ে সড়কে ছেড়ে দিচ্ছেন। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়িত। পরে প্রশাসনের লোকজন গিয়ে কিছুটা যানজট দূর করে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow