Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ২০:৫৩
আপডেট :
টুঙ্গীপাড়ায় দুই মাদ্রাসাছাত্র আটক
গোপালগঞ্জ প্রতিনিধি:
টুঙ্গীপাড়ায় দুই মাদ্রাসাছাত্র আটক

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দাউদ শেখের ছেলে বায়জিদ শেখ (২৫) ও আলী মিয়া শেখের ছেলে কদর শেখ (২২)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম জানান এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনের মেমোরী কার্ডে কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow