Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ২১:৩৯
আপডেট : ১৫ জুলাই, ২০১৬ ০০:২০
মুন্সীগঞ্জে দু'পক্ষের গোলাগুলিতে ইউপি সদস্যসহ নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে দু'পক্ষের গোলাগুলিতে ইউপি সদস্যসহ নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে দু'পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে ইউপি সদস্যসহ ২ জন নিহত ও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার রাতে চরবলাকী গ্রামে হোসেন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছেন- হোসেন্দী ইউপির সদস্য গোলাপ বেপারী (৪০) ও তার ভাই আইয়ুব আলী (৩৫)। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হয়েছে।

গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৮ টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow