Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৬ ১৩:৩৩
আপডেট : ১৬ জুলাই, ২০১৬ ১৩:৩৬
নওগাঁয় বয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

নওগাঁ শহরের লঙ্করপুর এলাকায় একটি রাইসমিলে বয়লার বিস্ফোরণে আনোয়ার হোসেন (৩৫) ও সাদেক আলী (৩০) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের লঙ্করপুর এলাকায় কানাইলালের মালিকানাধীন রাম অটোমেটিক রাইসমিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার লক্ষনপুর গ্রামের হানিফের ছেলে এবং সাদেক আলীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। আহতরা হলেন- আব্দুল গফুর (৩২), বাবু (৩৫), ইমরান (২১), দুলাল (২৮), হামিদুল (২৮)।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম জানান, ওই চালকলে প্রতিদিনের ন্যায় ৭ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে সকাল সাড়ে ৭টার দিকে ওই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটলে সেখানে কর্মরত ৭ জন শ্রমিক মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদেরকে নওগাঁ সদর হাসপাতালের নেয়ার পথে আনোয়ার হোসেন মারা যায়।

তিনি আরও জানান, আহত বাকীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের সকলের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এসময় তাদেরকে রাজশাহী নেয়ার পথে সাদেক আলী (৩০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। আহত ৫ জনকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow