Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৬ ১৫:০৬
আপডেট :
মোরেলগঞ্জে মহিলা মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
মোরেলগঞ্জ প্রতিনিধি:
মোরেলগঞ্জে মহিলা মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মানিক মিয়া মহিলা দাখিল মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বি করেন মাদ্রাসা সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। বারইখালী ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মো. মিজানুর রহমান বিপু এই সমাবেশের আয়োজন করেন।
 
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম হাওলাদার, মাষ্টার বদরুল ইসলাম, মাষ্টার আবুল খায়ের, অভিভাবক আব্দুল মানান ফকির, আব্দুল গনি তালুকদার ও মাদ্রাসা শিক্ষক ফারজানা ইয়াসমিন জাহিদা।
সমাবেশে দেশে চলমান সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ সময় মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মাদ্রাসা মাঠে আয়োজিত সন্ত্রাস বিরোধী এই সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অভিভাবক ও স্থানীয় গৃহিনীরা অংশ গ্রহন করেন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow