Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৬ ১৮:৫২
আপডেট :
সিরাজগঞ্জে জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে জঙ্গিবাদ, মাদক ও সামাজিক অস্থিতিশীলতা প্রতিরোধে জনসচেতনতামূলক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে সরকারী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ শহরে জঙ্গি বিরোধী মিছিল করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান অগ্রগতির প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করতে ধর্মের নামে সন্ত্রাস ও মানুষ হত্যা চালাচ্ছে জঙ্গীরা। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনক্রমেই সমর্থন করে না। তাই দেশের ও ধর্মের স্বার্থে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow