Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুলাই, ২০১৬ ২৩:২৭
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ০০:৩৮
নড়াইলে শপথ নিতে এসে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
অনলাইন ডেস্ক
নড়াইলে শপথ নিতে এসে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শপথ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট। তিনি নিশান মুন্সী নামে একজনের হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
রবিবার বিকেলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সভাকক্ষে নড়াইলের নড়াগাতি থানার ছয়টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, ৫৪ জন সদস্য এবং ১৮ জন সংরক্ষিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
ইউনিয়নগুলো হলো- পহরডাঙ্গা, বাঐসানা, জয়নগর, খাশিয়াল, কলাবাড়িয়া ও মাউলি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খাতুনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২ জুন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে নির্বাচনপূর্ব এক সংঘর্ষে নিশান মুন্সী (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের চাচা আছাদ মুন্সী ৪ জুন লোহাগড়া থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন। খাশিয়াল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট ওই মামলার তিন নম্বর আসামি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow