Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুলাই, ২০১৬ ১৬:৩৪
আপডেট :
হাতিয়ায় টনের্ডোর আঘাতে বাড়িঘর লণ্ডভণ্ড, আহত ১০
নোয়াখালী প্রতিনিধি:
হাতিয়ায় টনের্ডোর আঘাতে বাড়িঘর লণ্ডভণ্ড, আহত ১০
ফাইল ছবি

নোয়াখালীর  হাতিয়া উপজেলার জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে টনের্ডোর আঘাতে অন্তত ২০টি কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। সোমবার সকাল ৯টার দিকে ওই দুই ইউনিয়নে টনের্ডো আঘাত হানে।  

আহতরা হলেন: জাহাজমারা ইউনিয়নের কামাল হোসেন, খলিল ও শিশু সাবেরসহ ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও হাতিয়া কণ্ঠের সম্পাদক দিলদার হোসেন জানায়, উপজেলায় গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ করে জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে আঘাত হানে টনের্ডো। এতে জাহাজমারা ইউনিয়নের ৩নং ও ৯নং ওয়ার্ডের অন্তত ১০টি এবং সোনাদিয়া ইউনিয়নের ১নং, ২নং, ৪নং ও ৭নং ওয়ার্ডের অন্তত ১টি  কাঁচা ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এসময় ছুটোছুটি করতে গিয়ে গাছের ডাল পড়ে শিশুসহ আহত হয় ১০ জন। এছাড়াও টনের্ডোর আঘাতে দুই ইউনিয়নের কয়েকশ' গাছপালা ভেঙে গেছে।

এদিকে, জাহাজমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাছুম বিল্লাহ ও  সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মালেশিয়া টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow