Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৩:৪৫
আপডেট :
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

'জল আছে যেখানে, মাছ চাষ সেখানে' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপিত হয়েছে। আজ সকাল ১১ টায় জেলা মৎস্য বিভাগ ও পোনা ব্যবসায়ী সমিতির যৌথ আয়োজনে পৌর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন, জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন।  

এরপর এক বর্ণাঢ্য র‌্যালি শহরের শহীদ রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধার সড়ক প্রদক্ষিন করে  সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ প্রমুখ।  

র‌্যালিতে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 


বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-২৩

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow