Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৫:০০
আপডেট :
নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বুধবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান।

জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক প্রমুখ।

আলোচনা সভা শেষে মাছ চাষে অবদান রাখায় মনোসেক্স তেলাপিয়া পোনা উৎপাদনে সদর উপজেলার গেদন চন্দ্র দাস, পোনা উৎপাদনে ডোমার উপজেলার তরিকুল ইসলাম এবং মাছ উৎপাদনে জলঢাকা উপজেলার সাদেকুল সিদ্দিককে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।  

মৎস্য অধিদপ্তর নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক ড. মাহবুবুর রহমান তালুকদার জানান, 'জল আছে যেখানে, মাছ চাষ সেখানে' এই স্লোগানে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে নীলফামারীতে।  


বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-২৫

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow