Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৭:১৯
আপডেট :
গোপালগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

গোপালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ, জেলা শাখা এ কর্মসূচি পালন করে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করে নেতা-কর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক আমিনুর শরীফ, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ শেখ ইলিয়াস হোসেন প্রমুখ।

মানবন্ধনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow