Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৭:৩৫
আপডেট :
বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা ও র‌্যালি
ময়মনসিংহ প্রতিনিধি:
বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা ও র‌্যালি

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রোক্টর কার্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলী আকবর। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামনু এবং জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow