Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৯:৫৩
চৌদ্দগ্রামে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তরক্ষী বিজিবি আজ বুধবার অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছে। আটককৃত কাপড়ের মধ্যে নয়শ’ ৫০ পিস শাড়ি ও ২শ’ ১১ পিস থ্রি-পিস রয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল আলম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গাপুর গ্রামে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে ভারতীয় কাপড়গুলো আটক করা হয়। আটককৃত কাপড়গুলো কুমিল্লা কাস্টমসে্ জমা করা হয়েছে বলেও জানান তিনি।

 

বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow