Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জুলাই, ২০১৬ ১৮:৩৬
আপডেট :
চৌমুহনীতে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা
নোয়াখালী প্রতিনিধি:
চৌমুহনীতে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে তার মা  নুর জাহান বেগমসহ পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।  

নিখোঁজ শামীম উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের মৃত হাজী মোস্তফা মিয়ার পুত্র।  

জানা গেছে, শহরের পূর্ব বাজারস্থ নুর জাহান ভবনের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম গত ১৭ জুলাই দুপুরে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা থানা, হাসাপাতাল, র‌্যাব ও ডিবি কার্যালয়ে গিয়ে খোঁজ করে তার কোন সন্ধান পাননি। পরে ১৮ জুলাই সকালে শামীমের বড় ভাই বরকত উল্যাহ শামীম নিখোঁজের বিষয়টি জানিয়ে বেগমগঞ্জ মডেল থানায় জিডি করেন। যার নং-৭৮৪। শামীমের স্ত্রী, দুই পুত্র সন্তান রয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে শামীমের পরিবারের সদস্যরা জানান, শামীমের কোন শত্রু রয়েছে বলে আমাদের জানা নেই। তিনি কোন রাজনৈতিক দলের সাথেও জড়িত নয়।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান সাজিদের সাথে আলাপ করলে তিনি বলেন, থানায় জিডি করার পর আমরা সব স্থানে ম্যাসেজ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে


বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow