Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২২ জুলাই, ২০১৬ ১৬:১৯
আপডেট : ২২ জুলাই, ২০১৬ ১৮:৪৩
কুয়াকাটায় সাগরে সাঁতার কাটতে নেমে তরুণ নিখোঁজ
পটুয়াখালী প্রতিনিধি:
কুয়াকাটায় সাগরে সাঁতার কাটতে নেমে তরুণ নিখোঁজ

সমুদ্রে সৈকত কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে প্লাবন আহমেদ নামের এক এইচ.এস.সি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ প্লাবনের বাড়ী মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে।

 
নেওয়াজ আহমেদ নামের তার অপর বন্ধু সাঁতরে বীচে উঠে আসার পর ঘটনা জানতে পেরে ট্যুরিষ্ট ও নৌ-ফাড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিস। এরপর তারা উদ্ধার তৎপরতা শুরু করে।  

কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রেজাউল হক জানান, বৃহস্পতিবার দুই বন্ধ প্লাবন ও নেওয়াজ মাগুরা জেলা থেকে কুয়াকাটায় ঘুরতে আসে। দুপুরে সাঁতার কাটতে নেমে প্লাবন নিখোঁজ হয়।

প্লাবনের বন্ধু নেওয়াজ আহমেদের বরাত দিয়ে এসআই রেজাউল আরও জানান, সাঁতার কাটতে জানতো না প্লাবন। তাই টিউব নিয়ে সাগরে সাঁতার কাটতে গেলেও তুফানের তোড়ে তলিয়ে যায় প্লাবন।


বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৬/হিমেল-১৩

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow