Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুলাই, ২০১৬ ১৮:১৩
আপডেট :
হবিগঞ্জে নৌকা ডুবিতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে নৌকা ডুবিতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে একই পরিবারের শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রাম থেকে পরিবারের ৭ জনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে লাখাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকার হাওরে পৌঁছার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ৩ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নৌকায় থাকা নিহতদের আত্মীয় লাখাই উপজেলার স্বজন গ্রামের বাসিন্দা ফজল মিয়া জানান, বিয়ে বাড়িতে বেড়ানোর জন্য একটি নৌকা নিয়ে তারা আদমপুর থেকে শরীফপুর যাবার পথে প্রচন্ড ঢেউ উঠলে ধলেম্বরী নদীতে নৌকাটি ডুবে যায়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow