Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১৯:১৮
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১৯:১৯
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড ও তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিএনপি। আজ সকাল সাড়ে ১০টায় সদর থানা ও পৌর বিএনপি পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।  

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা ছাত্রদলের আহবায়ক সামিরুল ইসলাম পলাশ, ফিরোজ আহমেদ, যুবনেতা জহিরুল হক বিশ্বাস, ছাত্রনেতা বাবর আলী রুমন প্রমুখ। পরে জেলা যুবদল একই দাবিতে নিউমার্কেট গেটে পৃথক বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন তবিউল ইসলাম তারিফ।


বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-১৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow