Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ জুলাই, ২০১৬ ১৮:২০
আপডেট :
বীরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ৫
দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ৫

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক মুখোমুখী সংঘর্ষে যাত্রী ও চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

সোমবার সকাল ৯টায় ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সাতোর বটতলী শাহী হিসাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, সকালে কুমিল্লা হতে পঞ্চগড়গামী নবনী পরিবহন বীরগঞ্জের সাতোর ইউনিয়নের বটতলী শাহী হিমাগারের সামনে পৌঁছালে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখী ধাক্কা লাগে।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিমেক হাসাপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ কারণে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে বাস চালক মোঃ ইনসাফ আলী (৪৫)কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow