২৫ জুলাই, ২০১৬ ১৮:৩১

খাগড়াছড়িতে দুদকের গণশুনানি

মো: জহুরুল আলম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে দুদকের গণশুনানি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুদকের গণশুনানি অনুষ্ঠানে দুদক কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম বলেছেন, সরকারী বেতন নিলে জনগণকে সেবা দিতে হবে। এতে ব্যাত্যয় ঘটলে সরকারী কর্মকর্তাদের চাকুরী ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।

সোমবার দুপুরে উপজেলা প্রসাশন আয়োজিত গণ শুনানি অনুষ্ঠানে মাটিরাঙ্গা শিল্পকলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে দুদকের কমিশনার এ কথা বলেন।

অনুষ্ঠান শুরুর আগে মাটিরাঙ্গা উপজেলা সদরে দুর্নীতি বিরোধী এক র‌্যালি বের করা হয়। গণশুনানি চলাকালে অভিযোগ কারীরা সরাসরি বিভিন্ন অফিস আদালতের অনিয়মের বিষয়গুলো দুদক কমিশনারের কাছে তুলে ধরেন। এতে স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, জনস্বাস্থ্য বিভাগ, সমাজসেবা বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয়।

এসময় দুদকের কমিশনার অভিযোগ গুলো আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গণশুনানি অনুষ্ঠনে সহায়তা করেন দুদকের তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটি.এম কাউছার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাউদ্দীন, মাটিরাঙ্গার পৌর মেয়র শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম।

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর