Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ জুলাই, ২০১৬ ২০:০৮
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ২১:১৯
মঠবাড়িয়ায় আ'লীগের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ ১০
অনলাইন ডেস্ক
মঠবাড়িয়ায় আ'লীগের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ ১০

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সমর্থকদের  মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে লিটন নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।  

সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী লিটন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় যুবলীগ কর্মী মো. লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, ফারুক খান, সিদ্দিকুর রহমান ও পথচারী মো. রাশেদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ/ / সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow