২৫ জুলাই, ২০১৬ ২০:৫৬

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের তোফাজ্জেল হোসেন মন্ডল হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মোঃ মাহরুফ হোসাইন এ রায় প্রদান করেন।

কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন, খেলাফত বিশ্বাস, বশির বিশ্বাস, ইউনুস বিশ্বাস, কবির বিশ্বাস, বেল্লাল বিশ্বাস, ও লাড্ডু বিশ্বাস।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৭ জুন সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে তোফাজ্জেল হোসেন মন্ডল নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরের দিন তার বড় ভাই আব্দুল মোতালেব ঝিনাইদহ সদর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে তৎকালীন ওসি আব্দুল মতিন আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট রজব আলী ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ইসমাইল হোসেন।

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর