২৫ জুলাই, ২০১৬ ২১:৩২

গাজীপুরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।  

সোমবার বিকেলে উপজেলার বড়ইবাড়ি এলাকায় নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার মৃত তোরাফ আলী ওরফে তোতা মৃধার স্ত্রী।

আহতরা হচ্ছেন, নিহতের ছেলে মকুল মৃধা (৩২), মেয়ে হাওয়া বেগম (৩৮) ও নাতি হাসিবুল ইসলাম (৬)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’দিন আগে রহিমা বেগমের মেয়ে হাওয়া বেগম স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি চলে আসেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রহিমা বেগম তার ছোট ছেলে মকুল মৃধাকে সঙ্গে নিয়ে মেয়ে হাওয়া বেগম ও নাতিকে দিয়ে আসতে মেয়ের স্বামীর বাড়ি যাচ্ছিলেন। নৌকা দিয়ে বড়ইবাড়ি পশ্চিম বাইদ বিল পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন শিশুসহ তিনজনকে উদ্ধার করলেও রহিমা বেগম পানিতে ডুবে নিখোঁজ হন। পরে রহিমা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চাপাইর ইউনিয়নের সদস্য আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুসহ আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর