Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ জুলাই, ২০১৬ ২১:৪৩
আপডেট :
নিখোঁজের দুইদিন পর নদীতে স্কুল শিক্ষকের লাশ
দিনাজপুর প্রতিনিধি:
নিখোঁজের দুইদিন পর নদীতে স্কুল শিক্ষকের লাশ

নিখোঁজের দুইদিন পর চিরিরবন্দরের এক স্কুল শিক্ষকের লাশ নদীতে পাওয়া গেছে। সোমবার দুপুরে আত্রাই নদীর চকরামপুর ঘাট এলাকায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামের লাশ পাওয়া যায়।  

নিহত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দরের হাটখোলা গ্রামের খবির উদ্দিনের ছেলে।  

নিহতের স্ত্রী লায়লা আরজুমান্দ সাংবাদিকদের জানায়, গত শনিবার দিবাগত রাত ৯টায় কেউ একজন মোবাইল ফোনে তাকে (নিহত শিক্ষক) বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত গভীর হলেও আর ফিরে আসেনি শিক্ষক রফিকুল ইসলাম। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।  

সোমবার তার লাশ আত্রাই নদীর চকরামপুর ঘাটের কাছে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, এটা হত্যা কিংবা পানিতে পড়ে গিয়েও মারা যেতে পারে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  

 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow