২৬ জুলাই, ২০১৬ ২২:০৪

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডাক্তারের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডাক্তারের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরের সেবা ক্লিনিকে অভিযান চালিয়ে এনামুল হক (২৬) নামে এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদালত ওই ভূয়া ডাক্তারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ভূয়া ডাক্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর গ্রামের মেশের আলীর ছেলে। আজ মঙ্গলবার দুপুরে  ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।

সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সমন্বয়ে দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের শান্তির মোড় সংলগ্ন সেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় ডাক্তারি সনদপত্র ছাড়াই ভূয়া প্রেসক্রিপশন ব্যবহার করার অপরাধে ভূয়া চিকিৎসক এনামুল হককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক গ্রেফতার এনামুল হককে ২ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

তবে সেবা ক্লিনিকের পরিচালক ডা. আবুল হাসান দাবি করেন, গ্রেফতারকৃত ভূয়া ডাক্তার এনামুল হক সেবা ক্লিনিকের কেউ নন। সম্ভবত সে চুরির উদ্দেশ্যে ক্লিনিকে ঢুকেছিল এবং ধরা পড়ার ভয়ে সে রোগীদের কাছে ডাক্তার বলে ভূয়া পরিচয় দিয়েছে। ক্লিনিকের স্টাফরা ঘটনাটি টের  পেয়ে র‌্যাব ও সদর মডেল থানাকে জানালে র‌্যাবের টিম এসে ডাক্তার পরিচয়দানকারী এনামুল হককে  গ্রেফতার করে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর