২৬ জুলাই, ২০১৬ ২২:১৬

বালিকা এতিখানায় দুই শিশুর শ্লীলতাহানি

অনলাইন ডেস্ক

বালিকা এতিখানায় দুই শিশুর শ্লীলতাহানি

কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (বালিকা এতিমখানা) অফিস সহকারী নাসির উদ্দিনের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের দুই শিশু শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।  গত বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার পর্যন্ত ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটলে মঙ্গলবার বিকেলে জানাজানি হয়।   

নির্যাতনের শিকার ওই দুই শিশুর বয়স ৮ ও ৯ বছর। তারা ওই এতিমখানায় প্রথম শ্রেণিতে পড়ে। 

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন দিনে শিশু পরিবারের অফিস সহকারী নাসির উদ্দীন দুই শিশুকে কার্যালয়ের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানি করে। পরে মঙ্গলবার সকালে নির্যাতনের শিকার একটি শিশু ফোনে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে হৈ চৈ পড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে লম্পট নাসির পালিয়ে যায়। 

সমাজসেবা অধিদফতরের তত্বাবধানে সেখানে ১২৫ জন বিভিন্ন বয়সী শিশু পড়ালেখা করে।

শিশুদের বরাত দিয়ে কুষ্টিয়া সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রোকসানা পারভীন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশুদের গায়ে ওই অফিস সহায়ক হাত দিয়েছে। তবে ধর্ষণের শিকার হয়েছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। নাসির উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর