২৮ জুলাই, ২০১৬ ০৮:২০

নড়াইলে খাবারে বিষক্রিয়ায় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

নড়াইলে খাবারে বিষক্রিয়ায় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় খাবারে বিষক্রিয়ায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে ওই এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে বলে জানান নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক অনিক সাহা।

মৃতরা হলেন- নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮) ও  শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা  একছাত্রকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ডা. অনিক সাহা বলেন, ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।


বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর