২৮ জুলাই, ২০১৬ ১১:৩০

বিপাদসীমার রেকর্ড ভেঙেছে যমুনার পানি

জামালপুর প্রতিনিধি

বিপাদসীমার রেকর্ড ভেঙেছে যমুনার পানি

ফাইল ছবি

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে ২৮ বছরের রেকর্ড ভেঙেছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে আজ বৃহস্পতিবার সকালে বিপদসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, ১৯৮৮ সালের বন্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এই পয়েন্টে সেটাই ছিল সর্বোচ্চ রেকর্ড।
 
অব্যাহত পানি বৃদ্ধির ফলে পানি ঢুকছে নতুন নতুন গ্রামে। জেলার ৭ উপজেলার মধ্যে ৬টি উপজেলাই এখন বন্যা কবলিত। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও বকশিগঞ্জ উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় অড়াই লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় আছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার, গো-খাদ্যের সংকট চরম আকার ধারন করেছে। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।

প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা দুর্গত ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিকে, বুধবার সন্ধ্যায় ইসলামপুরের গামারিয়া এলাকায় বন্যার পানিতে পড়ে সোলায়মান নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর