২৮ জুলাই, ২০১৬ ১৭:৫০

লালমনিরহাট জেলা পুলিশের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা পুলিশের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট জেলা পুলিশ বৃহস্পতিবার জঙ্গিবাদ বিরোধী র‌্যালি বের করে।  

সকাল ৯টা থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন র‌্যালিতে অংশ নেয়ার জন্য শহরের মিশন মোড় চম্বরে এসে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টার সময় জঙ্গিবাদ বিরোধী র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে স্বাগত বক্তব্যে পুলিশ সুপার এস এম রশিদুল হক জঙ্গিবাদ নির্মূলে সমাজের সর্বস্তরের মানষের সহযোগীতা কামনা করেন।

লালমনিরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ইউনিট এর যৌথ আয়োজনে র‌্যালিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন জেলা প্রশাসক (সার্বিক) রেজাউর আলম সরকার। একাত্মতা ঘোষণা করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এছাড়া র‌্যালিতে পুলিশ কর্মকর্তা, পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন সমাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের সর্বস্তরের কয়েকশত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/ ২৮  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর