২৯ জুলাই, ২০১৬ ১৪:৩৪

রংপুরে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

অনলাইন ডেস্ক

রংপুরে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

রংপুরে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাড়িয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে পীরগাছায় ২ জন ও দুপুর ২টার দিকে কাউনিয়া উপজেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

পীরগাছায় বজ্রপাতে তিনবু চন্দ্র বর্মন (১২) ও বিজয় চন্দ্র বর্মন (১০) নামে দুই ভাই নিহত হয়েছেন।  শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণি ইউনিয়নের খরখরিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় নিমাই চন্দ্র মোহন্ত জানান, ওই এলাকার বাদল চন্দ্র বর্মনের ছেলে তিনবু ও তার ভাই দীলিপ চন্দ্র বর্মনের ছেলে বিজয় বাড়ির সামনে খেলছিল। বেলা সাড়ে ১১ টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

অন্যদিকে দুপুর ২টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্ষা ইউনিয়নে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মনির উদ্দিন (৫৫), শাকিল (১৫)। উপজেলার গোপাল গ্রামের আব্দুর ছবুরের ছেলে মনির উদ্দিন ও একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাকিল।

স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল কুদুস বুস মিয়া জানান, দুপুরের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পুকুরের পানি বেড়ে যাওয়ায় তারা জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছিল। এ সয়ম বজ্রপাত হলে ঘটানাস্থলে তাদের মৃত্যু হয়।


বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৬/হিমেল-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর