২৯ জুলাই, ২০১৬ ১৮:০০

সরকার নির্ধারিত খুতবা পাঠ না কারায় ইমাম আটক

অনলাইন ডেস্ক

সরকার নির্ধারিত খুতবা পাঠ না কারায় ইমাম আটক

জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করায় বরিশালের হিজলায় হাফেজ মাওলানা বেল্লাল হোসেন (২৫) নামে এক মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মুসুল্লিরা।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। আটক মাওলানা বেলাল হোসেন হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কালু তালুকদারের ছেলে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, উপজেলার দক্ষিণ বাউশিয়া জামে মসজিদের নিয়মিত ইমাম অসুস্থ থাকায় মাওলানা বেল্লাল হোসেনকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়। তিনি (বেল্লাল) নামাজের ইমামতি করেন।

জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগ তুলে কয়েকজন মুসুল্লি তার সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। পরে তারা মাওলানা বেল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই জামে মসজিদে জুমার নামাজে কোনো সমস্যা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/  ২৯  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর