৩ আগস্ট, ২০১৬ ১১:০০

'ঘরে না ফেরা পর্যন্ত বন্যা দুর্গতদের পাশে থাকবে সরকার'

নীলফামারী প্রতিনিধি:

'ঘরে না ফেরা পর্যন্ত বন্যা দুর্গতদের পাশে থাকবে সরকার'

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘরে না ফেরা পর্যন্ত বন্যা দুর্গতদের পাশে থাকবে সরকার। যত দিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। একটি মানুষও না খেয়ে থাকবে না। বন্যায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে পুনর্বাসন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যার  নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নীলফামারী জেলা প্রশাসক  জাকীর হোসেনের সভাপতিত্বে এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব শাহ্ কামাল,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের ভিজিডি প্রকল্পের পরিচালক  গিয়াস উদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বন্যাকবলিত ডিমলা উপজেলার  টেপাখড়িবাড়ি ও ঝুনাগাছচাপানী ইউনিয়নের ৬৩১টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন মন্ত্রী।

 

বিডি প্রতিদিন/৩ আগষ্ট ২০১৬/হিমেল-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর