২৪ আগস্ট, ২০১৬ ০৯:১৩

টেকনাফে ৮টি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক

টেকনাফে ৮টি স্বর্ণের বার উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ১১৪ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার রাতে টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে এ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফ দিয়ে চোরাই স্বর্ণ পাচারের  গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির একটি টিম মঙ্গলবার রাতে পুরাতন ট্রানজিট ঘাটে অভিযান যায়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই পলিথিন ব্যাগ থেকে (১১৪ ভরি) ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৪৭ লাখ ৮৮ হাজার টাকা বলে জানা যায়।


বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৬/মাহবুব/হিমেল-২৩

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর