২৫ আগস্ট, ২০১৬ ০৯:১৩

বাস থেকে বিস্ফোরক পাউডার উদ্ধার

অনলাইন ডেস্ক

বাস থেকে বিস্ফোরক পাউডার উদ্ধার

জয়পুরহাট বিজিবি ক্যাম্পের সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩.৬ কেজি বিস্ফোরক দ্রব্য তৈরির পাউডার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার রাতে জয়পুরহাট-হিলি সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে হিলি থেকে ছেড়ে আসা বনলতা নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের লকারে থাকা একটি কার্টুনের ভেতর চায়ের প্যাকেটের নিচে থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলো ককটেল ও হাত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। বিস্ফোরক দ্রব্য তৈরির পাউডারগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।

বিডি প্রতিদিন/  ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর