২৫ আগস্ট, ২০১৬ ১৪:৪৬

ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৬ জন আহত

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে।  হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ ছাত্রদলের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশারাফুল ইসলাম পিন্টু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা  বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বাধা পেয়ে মিছিলকারীরা শহরের পোস্ট অফিস মোড়ে সমাবেশ শুরু করে। সেময় ছাত্র লীগ নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া করে। এঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা সোহান, রহমত, শাকিব, প্রলয়, নয়ন ও দাউদ আহত হন। আহতদেরকে ঝিনাইদহ সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ জানান, তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাদের উপর হামলা চালানো হয়েছে। এরপর থেকে বিএনপি যেকোনো ধরনের সভা সমাবেশ করতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিবে।

 

বিডি-প্রতিদিন/ ২৫ আগস্ট, ২০১৬/ আফরোজ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর