শিরোনাম
২৫ আগস্ট, ২০১৬ ১৫:১২

হাতিয়ায় অস্ত্রের মুখে ৩ গ্রামপুলিশকে অপহরণ

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় অস্ত্রের মুখে ৩ গ্রামপুলিশকে অপহরণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর মাইনুদ্দিন বাজার এলাকা থেকে ৩ গ্রামপুলিশকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার হাতিয়া-রামগতির সীমানা এলাকায় থেকে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায় দস্যুরা।

অপহৃত তিন গ্রাম পুলিশ হলেন- হরনি ইউনিয়নের সোলেমান বাজার গ্রামের আলমগীর হোসেন (২৫), শরীয়তপুর গ্রামের আব্দুজ জাহের (২৮) ও কাজিরটেক গ্রামের সাগর (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামপুলিশরা গতকাল এক দস্যুকে আটক করে থানায় নিয়ে আসে। এ কারণে তারা ক্ষুব্ধ  হয়ে মাইনুদ্দিন বাজার সংলগ্ন এলাকা থেকে চরগাছিয়া ইউনিয়নের দস্যুরা অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, হাতিয়া আর রামগতির মধ্যে সীমানা বিরোধ রয়েছে। এ কারণে হয়তো সীমানা এলাকায় টহলরত গ্রামপুলিশদের কোনো গোষ্ঠী তুলে নিয়ে যেতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সিনিয়র অফিসাররা লক্ষ্মীপুরের সিনিয়র অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছি, শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।

বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর