২৫ আগস্ট, ২০১৬ ১৮:১৫

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে গরুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে গরুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কোরবানীর ৩৮টি গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৭টি গরু জীবিত উদ্ধার করা গেলেও একটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এম সার্কাস এলাকায়।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দির গরু বেপারী লিটন মিয়া ও হাবিব মিয়া তাদের এলাকা থেকে ৩৮টি গরু নিয়ে ট্রলারযোগে রাজধানীর ডেমরার সারুলিয়া হাটে যাচ্ছিল। ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর গোদনাইলের এসিআই এম সার্কাস এলাকায় পৌঁছালে বিআইডব্লিউটিএ'র থেমে থাকা ভাঙা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরু ভর্তি ট্রলারটি ডুবে যায়। এ সময় গরুর বেপারী ও ট্রলারে থাকা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে রশি কেটে দেওয়ায় ৩৭টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এ সময় একটি গরু নিখোঁজ থাকে। খবর পেয়ে নৌ-পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহায়তা করে। পরে নিখোঁজ গরুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর