২৫ আগস্ট, ২০১৬ ১৮:৫১

সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির খাটাশ অবমুক্ত

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট:

সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির খাটাশ অবমুক্ত

বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে ধরা পড়া বিলুপ্ত প্রজাতির একটি খাটাশ বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন বিভাগ এ খবর নিশ্চিত করেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মেহেদীজ্জামান জানান, বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকার পান দোকানী মো. আলম সোমবার বিকেলে দূর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে বিলুপ্ত প্রজাতির একটি খাটাশকে অসুস্থ অবস্থায় ধরে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে। সংবাদকর্মীরা খাটাশ ধরা পড়ার বিষয়টি পূর্ব সুন্দরবন বিভাগকে জানালে বনকর্মীদের সাথে নিয়ে এসিএফ ঘটনাস্থল থেকে খাটাশটি উদ্ধার করে। লেজসহ সাড়ে ৪ ফুট লম্বা ওই খাটাশটি তিন দিন ধরে পূর্ব সুন্দরবন বিভাগের দপ্তরে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর বিলুপ্ত প্রজাতির ওই খাটাশকে বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর